মোঃ সাগর আলী জেলা জামালপুর প্রতিনিধি।।
জামালপুর বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে জামালপুর পুলিশ গোয়েন্দা শাখা (ডিবি)-২ ।
বকশীগঞ্জে ডিবি২ অভিযান চালিয়ে শনিবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের হাজী আকরাম হোসেনের লিচু বাগানের পাশ থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার ধানুয়া গ্রামের মৃত নুর হোসেন সরকারের ছেলে বাবুল(৫৭) নামে ফজলুল হক সরকারের ছেলে রাখু মিয়া (৪৮),মৃত রঙ্গু শেখের ছেলে রবিউল ইসলাম (৫৩),মৃত নজিরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৫০), মৃত সুরুজ্জামানের ছেলে তাজা মিয়া (৪৮) ও আহতাব উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন( ৩০)।
তাদের কাছ থেকে জুয়া খেলার ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।ডিবি-২ জানায়, শনিবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের হাজী আকরাম হোসেনের পতিত জমি থেকে , জুয়া খেলার সময় ৬ জন জুয়ারিকে আটক করা হয়।
ডিবি উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, ওই এলাকার একটি জুয়ার আসর বসানো হয়েছে এমন সময় গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় ।
ডিবি-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, আটক ৬ জুয়ারিকে রবিবার ২৮ জানুয়ারি বকশীগঞ্জ থানায় জুয়ার আইনে মামলা দিয়ে আদালত প্রেরণ করা হয়েছে।