ডিমলায় কালোবাজারে সার বিক্রির দায়ে ডিলারকে ৫২০০০ টাকা জরিমানা
মোঃ বাদশা পামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী ডিমলা বালাপাড়া ডাঙ্গার হাটে মেসার্স কালাম ট্রেডিং কর্পোরেশন বালাপাড়া ডাঙ্গারহাটে সার ডিলার জিয়াউর রহমান জিয়াকে
বুধবার( ৪ ডিসেম্বর) দুপুরে কালো বাজারে সার বিক্রির দায়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) রাসেল মিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫২ হাজার টাকা জরিমানা করেন।
সূত্রে জানায়, বালাপাড়া ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রির জন্য ওই এলাকার সফিয়ার রহমান আকালুর পুত্র জিয়াউর রহমান জিয়াকে
উপজেলা কৃষি দপ্তর থেকে সার ডিলার নিয়োগ করা হয়।
ওই ডিলার মঙ্গলবার রাতে পশ্চিম ছাতনাই ইউনিয়নের জনৈক সার ব্যবসায়ী ফারুক হোসেনের নিকট অবৈধভাবে গোপনে ডিএপি ১০ বস্তা এম ও পি ৫ বস্তা, ইউরিয়া ৫ বস্তা,সহ ২০ বস্তা, সার বিক্রি করলে এলাকাবাসী আটক করে বালাপাড়া ইউনিয়ন পরিষদে জমা দেন।
বুধবার(৪ডিসেম্বর) দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেল মিয়া, ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ডিলারকে ৫২ হাজার টাকা জরিমানা করেন। আটককৃত সারগুলো সরকারী মূল্যে নিলামে বিক্রি করে দেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপস্থিত ছিলেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, অভিযুক্ত সার ডিলার জিয়াউর রহমান জিয়া কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ন্যায্য মূল্যে বিক্রি না করে চড়া দামে বহিরাগত সার ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন,
জিয়াউর রহমান জিয়ার ডিলারশিপ বাতিল করা দরকার কারণ সে বহিরাগত সার ব্যবসীর কাছে চড়া দামে সার রাতের আঁধারে বিক্রি করে দিচ্ছে। আমার বালাপারা ইউনিয়নের সাধারণ কৃষকরা ডিলারের কাছে ধরনা দিয়ে সার পাচ্ছে না।
উপজেলাকৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিলারের জরিমানার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
৪-১২-২৪
নীলফামারী প্রতিনিধি;
মোবা-০১৭১৭৮১৭২৬৬
Subscribe to get the latest posts sent to your email.