ডিমলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে
সার ও বীজ বিতরণের উদ্বোধন।
বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ এবং মুগডাল,অড়হর, ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর -অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এর প্রশিক্ষণ কক্ষে, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলার দশটি ইউনিয়নের ২ হাজার ৯২০ জন কৃষকের মাঝে এসব ফসলের সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কৃষকদের হাতে সার ও বীজ তুলে দিয়ে মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া।
উদ্বোধনকালে উপজেলার পাঁচটি করে দশটি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকদের সারিবদ্ধ করে শান্তিপূর্ণভাবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর। সু-শৃঙ্খলভাবে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণে কৃষক ও এলাকার সুশীল সমাজ বেশ সন্তোষ প্রকাশ করেছেন।
বিতরণ কার্যক্রমের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা( কৃষিবিদ) মীর হাসান আল বান্না’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম ‘র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা( কৃষিবিদ) মীর হাসান আল বান্না।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী মোহাম্মদ রাসেল মিয়া, বিশেষ অতিথির বক্তব্যে দেন,
জসিম উদ্দিন নাগর।
উল্লেখ্যঃ উপজেলার দশটি ইউনিয়নের মোট ২ হাজার ৯২০জনের মধ্যে ১১০০শত সরিষা চাষী প্রত্যেককে সরিষা বীজ ১ কেজি, ডিওপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি।৭০০শত গমচাষী প্রত্যেককে গমবীজ ২০ কেজি, ডিএপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি৷
১০০০ হাজার ভূট্টাচাষী প্রত্যেককে ভূট্টা বীজ ২ কেজি, ডিওপি সার ২০ ও এমওপি সার ১০ কেজি।
৩০ জন সয়াবিন চাষী প্রত্যেককে ৮ কেজি সয়াবিন বীজ, ডিওপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি।
৩০ জন শীতকালীন পেঁয়াজ চাষী প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ডিওপি সার ১০ ও এমপি সার ১০ কেজি। এবং ৪০জন মুগডাল চাষী প্রত্যেককে ৫ কেজি মুগডাল বীজ, ডিওপি সার ১০ ও এমওপি সার ৫ কেজি।২০জন অড়হর চাষীকে ২ কেজি করে ও ডিএপি ৫ কেজি এমপিও সার ৫ কেজি। বিনামূল্যে বিতরণ করা হয়।