ডিমলায় জামায়াতে ইসলামের অফিস উদ্বোধন।
মোঃবাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় রামডাঙ্গা ৪ নং ওয়ার্ড এর অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা সেক্রেটারি মাওলানা মোঃ কাজী রোকনুজ্জামান (বকুল)
আজ ১৬ ই নভেম্বর (শনিবার ) সন্ধ্যা ৭.০০ টায়
ডিমলা ইউনিয়নের রামডাঙ্গা ৪ নং ওয়ার্ড এর জামায়াতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি অফিস উদ্বোধন করেন। গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ফলে,ডিমলা উপজেলায় জামায়াতের ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জামায়াতের কর্মসূচি ও নেতাকর্মী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইউনিয়ন অফিসগুলোতে চাপ বৃদ্ধি পায়। ইউনিয়ন অফিসের চাপ কমাতে এবং কর্মসূচি গুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অফিস স্থাপন করে।
ওয়ার্ড সভাপতি মোঃ রাজু ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা থানা সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ কাজী রোকনুজ্জামান (বকুল),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ নুর মোবাশ্বের,মাওলানা মোঃ তৌহিদুল ইসলাম, মাওলানা মোঃ আশরাফ আলী, মোঃ মিনালুজ্জামান (মিন্টু) মোঃ বাবলু মিয়া প্রমুখ। প্রধান অতিথির ভাষণে মাওলানা মোঃ কাজী রকিনুজ্জামান (বকুল) বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের ঘুম-হত্যা,নির্যাতনের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে কোন কর্মসূচি পালন করতে পারেনি। এ সময় গোপনে কর্মসূচি পালন করতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার বিদায়ের মাধ্যমে, দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এই স্থিতিশীল পরিবেশ রক্ষা এবং দেশ পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে, দৃষ্টান্ত রাখতে পারে সেই জন্য জামাতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।