ডিমলায় বিএনপির মতবিনিময় শোভা অনুষ্ঠিত।
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি
তুহিন ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগানে ডিমলা উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায় নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ভাটিয়া পাড়ার চৌপতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি মোঃ মাহতাব উদ্দিন। ছাত্রদল নেতা প্রিন্স লিমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম (ডিয়ার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান (রানা)।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি আরিফুল ইসলাম (লিটন),আমিনুজ্জামান (গাজী),উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান,মিজানুর রহমান সবুজ,সাইফুল আলম, আব্দুল মজিদ, আতিক, আরিফ, নুরুজ্জামান নয়ন, সাগর, জাফরসগ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি ভাষনে অধ্যক্ষ মনোয়ার হোসেন বর্তমান রাজনৈতিক পেক্ষাপট, দেশের উন্নয়ন, ও সাধারণ মানুষের জীবনমানের উন্নতিসহ বিভিন্নদিক তুলে ধরেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দিনে সরকারকে একটি বড় চ্যালেন্জ এর মুখোমুখি হতে হবে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেগম খালেদা জিয়ার ও তারেক জিয়ার বিকল্প নেই। ডোমার, ডিমলা তথা নীলফামারী জেলার উন্নয়নে সাবেক প্রধান মন্ত্রীর ভাগ্নে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে।আগামী জাতীয় নির্বাচনে তোমার ডিমলায় সকলেই মিলে ধানের শীষে ভোট দিয়ে তুহিন ভাইকে এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ।