ডিমলায় শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ বাদশা প্রামানিক জেলা প্রতিনিধিঃ
ডিমলা উপজেলার মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানদের সথে, শিক্ষার গুণগত মান উন্নয়নে নতুন যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১১ই নভেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে উপজেলা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক,কারিগরী ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া। সহকারি শিক্ষা অফিসার মোসাঃ আফরোজা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শালহাটী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,ডিমলা মহিলা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান,ছোট খাতা ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ বজলার রহমান,ডিমলা বি এম আই এর অধ্যক্ষ আব্দুল কাদের ও আরো অনেকে। বক্তারা এ সময় সদ্য পরিচিত উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্য করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটি নিয়ে বিভিন্ন সমস্যা উত্থাপন করেন এবং এ ব্যাপারে উনার সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া তাদের এই সমস্ত সমস্যা ধৈর্য সহকারে শুনেন এবং এবং তাদের সমস্যা সম্পর্কে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন,প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করে,পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির স্বচ্ছতা,প্রতিষ্ঠানের রেজুলেশন সম্পর্কে সকল শিক্ষককে অবৈধকরণ, প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা সম্পর্কে সকলে বসে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ, সেখানে সমাধান না হলে তার কাছে পরামর্শ গ্রহণ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
শেষে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম শিক্ষার গুণগত মান উন্নয়ন ও প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।