ডিমলায় শ্মশানের জমি জবর দখলের অভিযোগ ।
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি।
নীলফামারির ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দঃ সুন্দর খাতা সিং পাড়া গ্রামের শ্মশানের রাস্তায় গাছ লাগিয়ে জবর দখলের অভিযোগ করেন এলাকাবাসী।
জানা গেছে ওই এলাকার তিন গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রায় ১০১ টি পরিবারের বসবাস করেন। এ সকল পরিবারের কোনো সদস্য মারা গেলে, সৎকার করার জন্য কোন শ্মশান না থাকায় ঐ সকল পরিবারের যৌথ উদ্যোগে, গত এক বছর পূর্বে নির্জন এলাকায় ১৪ শতক জমির উপর দক্ষিণ সুন্দর খাতা মহাশ্মশান নামে একটি শ্মশান ঘাট তৈরি করা হয়। ওই সময় মৃত্যু দেহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তি উদ্যোগে একটি রাস্তা নির্মাণ করা হয়।সম্প্রতি একটি প্রভাবশালী মহল এর ইন্দনে একটি প্রভাবশালী পরিবার লাশ পরিবহনের রাস্তায় সুপারি গাছ লাগিয়ে জবর দখল করে নেন। ফলে লাশ পরিবহনের পথ বন্ধ হওয়ায় উৎকন্ঠা ও শংকা মধ্যে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো।তাদের দাবী দ্রুততম সময়ে জবর দখলকৃত রাস্তাটি উদ্ধার পূর্বক লাশ পরিবহনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন উপজেলা প্রশাসন। এ ঘটনায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে প্রতিকার চেয়ে ও কোন প্রকার সুফল পাওয়া যায়নি।
দক্ষিণ সুন্দর খাতা মহা শ্মশানের উদ্যোক্তা বাবু দীপক কুমার সিংহ রায় অভিযোগ করে বলেন, আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায়ের মৃত্যু দেহ সৎকারের কোন শ্মশান না থাকায়, এলাকাবাসীর সহযোগিতায় দক্ষিণ সুন্দর খাতা শ্মশান তৈরি করি এবং এলাকাবাসীর জমি সহ আমার পৈত্রিক সম্পত্তি দিয়ে লাশ পরিবহনের একটি রাস্তা ও নির্মাণ করি। কিন্তু, একটি কুচক্রি মহলের ইন্দনে একই এলাকার প্রভাবশাল মৃত সুধাংশু সিংহ রায়ের পুত্র মিঠুন কুমার (৩৫) ও শুভঙ্কর কুমার সিং (৩০)আমার পৈত্রিক সম্পত্তির উপর নির্মিত লাশ পরিবহনের রাস্তাটিতে সুপারি গাছ লাগিয়ে দখল করে নেয়।ফলে শ্মশানে লাশ পরিবহন অনিশ্চিত হয়ে পরেছে।
এ বিষয়ে মিথুন কুমার সিংহ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাশ পরিবহনের রাস্তাটি আমাদের ক্রয়-কৃত সম্পত্তি। তাছাড়াও আমাদের বসত বাড়ির সামন পাশ দিয়ে লাশ পরিবহন করায়, অস্বস্তি বোধ করায় রাস্তাটিতে সুপারি গাছ লাগিয়েছি।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বাবু উৎপল কুমার সিংহ রায় জানান, বিষয়টি অবগত হয়েছি নিষ্পত্তির চেষ্টা চলছে। আশা করি সমাধান হয়ে যাবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।