মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বালাপাড়া ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে ভারী মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া (হোসেনের মোড়) গ্রামের মৃত্যু তৈবুল ইসলামের পুত্র সাবুল ইসলাম (৩৮) ও সোভান গঞ্জ বালাপাড়া গ্রামের সোহরাব হোসের পুত্র বেলাল হোসেন (৩৫) সরকারিভাবে বালু ও পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা থাকলেও ভারী মেশিন দিয়ে মাটির তলদেশ হতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে।
গত শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় গুচ্ছগ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়,অভিযুক্ত ওই দুই ব্যক্তি ভারী মেশিন দিয়ে মাটির তলদেশ থেকে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ব্যাপারে সাবুল হোসেনের সাথে কখা বললে তিনি নিজেকে বালাপাড়া ২নং ওয়ার্ডের যুব দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে বলেন,আমি বালু উত্তোলন না করব তা, কে করবে? আপনাদের কিছু করার থাকলে করতে পারেন তাতে আমার কিছুই যায় আসে না। এলআকা জানান, সাবুলের কাছে এটি কোন নতুন বিষয় নয়,বিগত আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এসব কারবার চালাতো এখন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চালাচ্ছে।
এ বিষয়ে বালাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তোহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আজকে সাপ্তাহিক ছুটি থাকায় আমি এলাকার বাহিরে আছি,কাল অফিস খুললে বিষয়টি দেখব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে আছি, বিষয়টি দেখতেছি।