ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার।
মোঃবাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম(৭২) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ২টায় নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সোবান-গঞ্জ গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করে ডিমলা থানা পুলিশ।
তিনি ডিমলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে দু-দু বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে একই দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু এর কাছে পরাজিত হন।
তার গ্রেপ্তারের বিষয়টি ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী নিশ্চিত করে বলেন, তাকে ডিমলা থানার মামলা নম্বর ২৬ এ গ্রেপ্তার দেখিয়ে নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে।
তাং ১৪/১২/২৪ইং