ঢাকার সাভারে কিছুতেই থামছে না শ্রমিক আন্দোলন ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
ঢাকার সাভারে কিছুতেই থামছে না শ্রমিক আন্দোলন রপ্তানির ইপিজেডে দীর্ঘ দিন ধরে শ্রমিকের বেতন আটকে যাওয়ায় আস্তে আস্তে বেগবান হচ্ছে শ্রমিক আন্দোলন হাজার হাজার শ্রমিক রাজপথে বেরি গেট সৃষ্টি করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে রপ্তানির ইপিজেডের গেটে দাঁড়িয়ে আছে হাজার হাজার শ্রমিক বেতন ভাতা বন্ধ হয়ে থাকায় নিঃস্ব হয়ে পড়েছে হাজার হাজার শ্রম
না পারছে সংসার চালাতে
না পারছে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ যোগা তে
না পারছি বাসা ভাড়া দিতে
একেবারে নিঃস্ব হয়ে রাজপথে নেমেছে হাজার হাজার শ্রমিক
ঘটনাস্থল থেকে জানা যায়
৬৬ কোটি টাকা আটকে রেখে অযথাই হয়রানের শিকার করছে মালিক কর্তৃপক্ষ
শ্রমিক আন্দোলন থেকে আরো জানা যায়
বেতন ভাতা পরিশোধ না করলে আন্দোলন চলতে থাকবে
শ্রমিক আন্দোলনে আরো জানা যায় শ্রমিকের দাবি বেতন ভাতা পরিশোধ করুন
চাকরিতে বহাল করুন