মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
বৈশাখের শুরু থেকে তীব্র তাপদাহে অতিষ্ঠ ফরিদপুরের মধুখালী সহ সারাদেশের মানুষ। গত দুই সপ্তাহে মধুখালীর আবহাওয়ার তাপমাত্রা গড়ে ৩৫ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করছে।
এদিকে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সমাজের অসহায়, ছিন্নমূল, রিকসাচালক, পথচারী, দিন মজুর ও খেটে খাওয়া সাধারন মানুষ।
শনিবার (২৭ এপ্রিল) সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মধুখালী বাজার, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মধুখালী রেলগেট সহ গুরুত্বপূর্ণ স্থানে ৭ শতাধিক মানুষের তৃষ্ণা মেটাতে ঠান্ডা শরবত বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের শহর মধুখালী”।
আরুপড়ুন …
উক্ত শরবত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বপ্নের শহর মধুখালীর সভাপতি মো: রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মো: সজীব মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক জহির বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিয়ান শাওন, সাংগঠনিক সম্পাদক নাঈমুর জামান সৌরভ, অর্থ সম্পাদক এস এম মইনুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক রিফাত তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।