মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সাগর মাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাগর মাল চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বাসিন্দা এবং অরুণ মাল-এর পুত্র।
শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকটবর্তী এলাকায় প্রবেশের সময় সাগর মাল রেললাইন ধরে হাঁটছিলেন এবং একইসাথে মোবাইলে কথা বলছিলেন। তিনি ট্রেনের শব্দ বা উপস্থিতি টের না পেয়ে হাঁটতে থাকেন। ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরওপড়ুন ….মৌলভীবাজারের রাসেল আহমেদ সাগর পদোন্নতি পেয়ে তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে পৌঁছে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইন এলাকায় চলাচলের সময় সকলকে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।
Subscribe to get the latest posts sent to your email.