সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বাজারের পাশে হযরত সেলামি শাহ জামে মসজিদের সামনে গত ০৭ জানুয়ারি দুপুর আনুমানিক ০২ ঘটিকার দিকে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত. রজব আলীর পুত্র মোঃ শাহআলম। তিনি তেলিয়াপাড়া হযরত সেলামি শাহ জামে মসজিদের ইমাম।
ভুক্তভোগী মোঃ শাহআলম জানান, গত ০৭জানুয়ারি দুপুর আনুমানিক ০২ ঘটিকার দিকে হযরত সেলামি শাহ জামে মসজিদের সামনে মোটরসাইকেল টি রাখা ছিল। কিছু দুষ্কৃতকারীরা তার মোটরসাইকেল টি ছুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান তিনি হযরত সেলামি শাহ জামে মসজিদের ইমামের দায়িত্বে থাকায় বিভিন্ন জায়গায় দাওয়াত ও জানাজা নামায পড়াতে গেলে বাহকের প্রয়োজন হয় তাই তিনি মোটরসাইকেল টি ব্যবহার করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে চুরি হওয়া মোটরসাইকেল টি খুঁজে এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। এমনকি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরিতে উল্লেখ করেন হযরত সেলামি শাহ জামে মসজিদের পশ্চিম দিকে এনজিও নিশান এর হেড অফিস রয়েছে। তাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখলে চুরিকৃত মোটরসাইকেল ও দুষ্কৃতকারীদের সনাক্ত করা যেতে পারে।