দুমকিতে ঈদ-ই-মিলাদুন্নবী পালন
শাহরিয়ার রহমান সোহান, দুমকি (পটুয়াখালী)
দুমকিতে উপজেলা পরিষদ, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নবী হজরত মোহাম্মদ (সা:) এর জন্মদিন পালিত হয়েছে। দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুমকি উপজেলার ইউএনও মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি মোখলিলুর রহমান, সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোআজহার আলী মৃধা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দুমকি উপজেলা শাখার সদস্য মাওলানা মোঃ আজিজুল হক। এছাড়াও সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, ক্বেরাত, হামদ নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয় হয়।