দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত ।এ
দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৪ পালিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। জেন্ডার প্রোমোটার চায়না মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওলিউল ইসলাম, সাংবাদিক কামাল হোসেন ও সরকারি জনতা কলেজের শিক্ষার্থী মেহেরুন্নেসা প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।