দুমকিতে টানা তিন দিনের প্রবল বর্ষনে জলাবদ্ধতার সৃষ্টি , দুর্ভোগে কৃষক,মাছের ঘেরতলিয়ে,মাছ পানি একাকার।
দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকি উপজেলায় টানা তিন দিনের ভারী বর্ষনে সিরামপুর, আংগারিয়া,মুরাদীয়া,পাংগাশিয়া,লেবুখালী ইউনিয়নের সমুহের গ্রাম এলাকা জুড়েই এখন সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নাই পানি নিষ্কাশনের তেমন কোন সু-ব্যাবস্থা। । মাছ চাষি দের মাছের ঘের, পুকুর তলিয়ে গেছে, আবার কেউ খাল ভরাট করে, পানি নিষ্কাশনের সমস্ত পথ বন্ধ করে রাখে। সাধারন জনগন ও কৃষক। চলমান তিন দিনের, দিন রাতের ভারী বর্ষনে দুমকি উপজেলায় প্রায় কয়েক হাজার ফসলি জমি,আমন বীজতলা, মাছের ঘের,পুকুরসহ ঘর-বাড়ি তলিয়ে যায় কয়েক ফুট পানির নিচে বাড়ি, গ্রামের সড়ক, বাড়ির আংগিনা।
দুমকী উপজেলায় মানুষ চরম ভোগান্তিতে প্রায় ৫ হাজার পরিবার, ১হাজার হেক্টর ফসলি জমি, ৫০ টি মাছের পুকুরসহ তলিয়ে যায় অনেক মাছের ঘের। এছাড়াও অসাধু জেলেচক্র বিভনন খালে স্থাপিত কালবার্ট গুলি দখল করে অবৈধ বাধাঁ জাল পেতে নুন্যতম পানি নিষ্কাশনের যায়গাটুকুও আটকে রেখেছে। এতে করে চরম ভোগান্তিতে পরেছে স্থানীয় বাসিন্দাসহ সাধারণ জনগন ও কৃষক। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রতি ভুক্তভোগী ও স্থানীয়দের দাবী, ঐ অসাধু ব্যক্তিদের দখলে থাকা সরকারি খালের বন্দোবস্তো বাতিল করে খালটি উদ্ধারসহ অত্র এলাকার জলাবদ্ধতা নিরসনে সহায়ক ভুমিকা পালনের জোর দাবি জানান। অন্যথায় আমন ফসলের বীজতলা সম্পুর্ন পচেঁ গিয়ে চাষীদের যেমন ব্যাপক ক্ষতি সাধন হবে,তেমনি অসহনীয় ভোগান্তিতে পড়বে সাধারন জনগন।