দুমকিতে ডাকাত আতংকে সা’ধারন মানুষ
মো শাহরিয়ার রহমান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
গতকাল রাতে ডাকাত আতংক ছড়িয়ে পরে দুমকি উপজেলার বিভিন্ন গ্রামে। বিভিন্ন যায়গায় ডাকাত আতংকে মাইকিং করা হয়। ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটিয়েছে এলাকার অনেক মানুষ। এসময়ে আঙ্গাারিয়া ইউনিয়নে ডাকাত পরেছে বলে মাইকিং করা হয়। তবে প্বার্শবর্তী গ্রাম বদরপুর থেকে একজন ডাকাত আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে একজনের পোস্ট থেকে জানা যায় গতরাতে ১০/১২ জনের একটি ডাকাতদল বদরপুরে ডাকাতি করতে আসে। এসময় এলাকাবাসী খবর পেয়ে ডাকাতদের প্রতিহত করে এবং একজনকে আটকে রাখতে সক্ষম হয়। তবে দুমকির বিভিন্ন এলাকায় যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সাধারন জনতার সাথে ছাত্র সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের ভলান্টিয়ার সদস্যরা বিভিন্ন সংখ্যালঘুদের বাড়ি পাহাড়া দিচ্ছেন। উল্লেখ্য আওয়ামী সরকারের পতনের পর পুলিশ বাহিনী কর্মবিরতিতে গেলে সারদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।