দুমকিতে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা ।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাদুয়া সিরামপুর স: প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার ১১ টায় বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত সভায়, সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা অফিসার, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি, জিনাত জাহান,সহকারী শিক্ষক মেহেরুননেছার উপস্থাপনায় , প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিল সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজজামান, বিশেষ অতিথি, বিদ্যালয়ের সাবেক সভাপতি , দুমকি প্রেসক্লাবের সভাপতি ও দুমকি মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক মো, জাকির হোসেন হাওলাদার, নাসিমা কেরামত আলী বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক, কামরুন নাহার, সাবেক সভাপতি, আমির হোসেন হাওলাদার, বর্তমান এডহক কমাটির সদস্য, জাহিদুল হক হাওলাদার, কমিটির সাবেক সদস্য, ডা, শহিদুল আলম হাওলাদার, আংগারিয়া বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক, আ,রব জোমাদদার, সাবেক কমিটির সদস্য, আমির হোসেন খান, অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক মোসা,রহিমা বেগম,সহকারী শিক্ষক, গোলাম মসতফা খান,সহ শিক্ষক,এলাকার গন্যমান্য ব্যক্তি খিদা লাগছে বর্গ, ছাএ, ছাএীরা উপস্থিত ছিলেন।।#