দুমকিতে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত, দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার, হামদর্দ ল্যাবরেটরীস( ওয়াকফ)বাংলাদেশের উদ্যোগে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ সেপ্টেম্বর বেলা ১২ টায় দুমকি প্রেসক্লাব মিলন আয়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন, দুমকি ক্যামিস্ট এন্ড ড্রাগিষ্ট এর সভাপতি আব্দুল হালিম খান বক্তব্য রাখেন হামদ র্দ ঔষধ কোম্পানির প্রতিনিধি( আরএসএম) মোঃ সুন্নত আলী, কোম্পানির এরিয়া ম্যানেজার মোঃতুহিন শেখ আরো বক্তব্য রাখেন দুমকি কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এর সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান টিটু, সাধারণ সম্পাদক( বিসিডিএস) মীর জাকির হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার। এছাড়াও দুমকি উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এ কর্মসালায়।