দুমকিতে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন।
দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধ :পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে আজ ১০ নভেম্বর রবিবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ইউপি সদস্য মোহাম্মদ বাকের আলী বাবুল, সভায় বক্তব্য রাখেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি,ও দুমকি উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক, জাকির হোসেন হাওলাদার।ইউপি সদস্য মোসাম্মাৎ পিয়ারা বেগম, দুমকি ও মির্জাগঞ্জের প্রজেক্ট অফিসার রূপান্তর এনজিওর, শাহনাজ পারভিন, গ্রাম আদালত প্রকল্পের দুমকি উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আরিফুর রহমান, ইউপি সদস্য লাকি বেগম, বাদুয়া শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মৎ মেহেরুন নেসা, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আব্দুল জলিল হাওলাদার,রূপান্তর এনজিওর পক্ষ থেকে লিগ্যাল এইট সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয় এবং গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করা হয়, এনজিও, কৃষি অফিস,ইউপি সদস্য, ব্যবসায়ী,স্বাস্থ্যকর্মি, সহ বিভিন্ন পর্যায়ের কমিটির লোকজন উপস্থিত ছিলেন।। #