1. salmankoeas@gmail.com : admin :
দুমকিতে সবজি -ডিমের বাজারে আগুন, হিমশিম খাচ্ছে ক্রেতা সাধারণ।। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

দুমকিতে সবজি -ডিমের বাজারে আগুন, হিমশিম খাচ্ছে ক্রেতা সাধারণ।।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

দুমকিতে সবজি -ডিমের বাজারে আগুন, হিমশিম খাচ্ছে ক্রেতা সাধারণ।।

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বিভিনন হাট বাজারে, সব ধরনের সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত এক সপ্তাহ ধরে বাজারের এই পরিস্থিতি বিরাজ করছে। এতে হতদরিদ্ররা তো বটেই, মধ্যবিত্তরাও বাজার করতে হিমশিম খাচ্ছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ৬০ টাকা, মরিচ ৩৬০, শসা ৬০ থেকে ৮০, পেঁয়াজ ১১০, কুমড়া ৬০, ধুন্দল ৬০, ঝিঙে ৭০, কঁচুমুখী ৭০, বাঁধাকপি ৭০, ফুলকপি ১২০, বেগুন ৮০, লাফা ১২০, করলা ৯০, পটল ৭০, ঢেড়শ ৮০, পেঁপে ৫০ রসুন ২২০ ও আদা ২৫০ পিয়াজ ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি লাউ ৮০ টাকা, লেবুর হালি ১০ থেকে ২০ টাকা ও কাঁচা কলা ৪০ টাকা হালি হিসেবে বিক্রি হচ্ছে।
বাজারি ছিদ্দিক বলেন, আমি নিজে একজন কৃষক। আজ ২৫০ গ্রাম মরিচ কিনে যাচ্ছি ৯০ টাকা দিয়ে। প্রতিটা সবজির দাম অনেক বেড়েছে। বৃষ্টি বেশি হলে ফসলের অনেক ক্ষতি হয়। তখন দাম বেড়ে যায়,বলে ভোক্তারা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com