দুমকির মুরাদিয়াতে প্রধান শিক্ষকের,
অপসারন দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয় নানান অনিয়ম, দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যতে অভিযুক্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ২৭ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূর মোহাম্মদের অপসারণ দাবিতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল সংলগ্ন সড়কে দেড়ঘন্টা ব্যাপী প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়,নানা অজুহাতে অফিসের নাম করে স্কুলে অনুপস্থিতি, গোপনে সুবিধামতো অনুগত কমিটি গঠনসহ বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের কারণে শিক্ষার পরিবেশ ধ্বংস হতে চলছে । এসব অনিয়ম দূর্ণীতির হোতা প্রধান শিক্ষক নূর মোহাম্মাদকে অপসারণ করে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকার সচেতন সাবেক শিক্ষার্থী, অভিভাবকগন শিক্ষা প্রশাসনের অতিদ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ওই বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষিকা মাহিনুর বেগম বলেন, কয়েকজন লোক এসে শিক্ষার্থীদের বাইরে ডেকে নিয়ে রাস্তায় দাড়াতে বাধ্য করেছে। কি কারনে কেন কিসের মানববন্ধন কিছুই তিনি জানেন না। মানববন্ধনকালে অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। মোবাইল ফোনে অনিয়ম-দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি চক্র অহেতুক তাকে হেনস্থা করতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে রাস্তায় নামিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার ইয়াসমিন বলেন, এইমাত্র খবরটি শুনেছেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন এবং তার নির্দেশনা অনুযায়ী পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। অন্তবর্তীকালীন সময়ের জন্য প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বরত উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: শাহীন মাহমুদ বলেন, ঘটনাটি অবগত হয়ে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কারো কোন অভিযোগ থাকলে লিখিত আকারে (ইউএনও )বরাবর জানাতে বলা হয়েছে। #