দুমকির লুথারান হেলথ কেয়ার, রেমালে ক্ষতিগ্রস্ত গরিবদের মাঝে নগদ অর্থ সহায়তা ও মসজিদ, মাদ্রাসায় বনায়ন এবং নারী শ্রমজীবিদের কাজের বিনিময়ে অর্থ কর্মসূচি। ।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি। সোমবার ১১ টায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লুথারাণ হেলথ কেয়ার বাংলাদেশ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। জানা যায়, সাইক্লোন রেমালে ক্ষতিগ্রস্ত দের মাঝে পুকুরে মাছচাষে ক্ষতি, ঘরেরক্ষতি, পানের বরজে ক্ষতি, রেমালে ক্ষতিগ্রস্তদের ১১২ জনের মাঝে জনপ্রতি ২৫ হাজার,৩০ হাজার,৩৫ হাজার করে, নগদ অর্থ সহায়তা করেছেন। সাইক্লোন রেমালে ক্ষতিগ্রস্তর অন্য কর্মসূচির মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসায় বনায়ন কর্মসূচি এবং হতদরিদ্র নারীদের কাজের বিনিময় নগদ অর্থ, প্রতি ঘন্টায় ১০০ টাকা করে মজুরি প্রদান করা হবে, তাতে গ্রামীন হত দরিদ্ররা নারীরা উপকৃত হবে এ কর্মসূচি চলবে আগামী ২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বলে জানিয়েছেন, এ সময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ শাহিন মাহমুদ, দুমকি থানার অফিসার ইনচার্জ, লুথ্যারান হেলথ কেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক গ্রেনার মারাক এ সময় আরো উপস্থিত ছিলেন,ভাস্বর ভাষণ শর্মা রাজিব, শুবীর কুমার দাজেল , ,ফারজানা ইয়াসমিন,মনমত বৈদ্য, জসিম শিকদার আঁখি হেগীডক প্রমুখ।।
Subscribe to get the latest posts sent to your email.