দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি জাকির হোসেন হাওলাদার:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দুমকি সরকারি জনতা কলেজ নব গঠিত ছাত্রলীগ পাল্টা পাল্টি মিছিল করায় তিনজন কে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি জনতা কলেজ শাখা, দুমকী), আবু সুফিয়ান সুধা (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি জনতা কলেজ শাখা, দুমকী) ও আবু নাঈম (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি জনতা কলেজ শাখা, দুমকী) কে তাদের স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো ।
আরওপড়ুন ….