দুমকীতে ইসলামি আনদোলন, বাংলাদেশের গন সমাবেশ। ৷৷ দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধি : ৷ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ইসলামি আনদোলন বাংলাদেশ এর গন সমাবেশ ও সভা করা হয়েছে। বুধবার বিকাল ৩ টায় থানাব্রীজ প, পাড়, ৪ সেপ্টেম্বর ২৪।। দুমকী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও,মো, মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুসঠিত, গন সমাবেশের আলোচনায়,প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন,পটুয়াখালী জেলা ইসলামি আনদোলনের সহ সভাপতি, মাওলানা মোহাম্মদ কাজী গোলাম সরোয়ার, প্রধান বক্তৃা আলহাজ্ব মাও,আবুল হাসান বোখারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন,মুহাম্মদ আ: হাকিম, আর আই,এম, অহিদুজজামান,মাও,মো,মনিরুল ইসলাম, মুহাম্মদ আল আমিন, সনচালনায় মাও খান মাহবুবুর রহমান, আরো বক্তব্য রাখেন, দুমকি ও পটুয়াখালী জেলার ইসলামি আনদোলন বাংলাদেশের নেতৃ বৃন্দ।