দুমকীতে বিএনপি নেতার স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকী উপজেলা বিএনপি’র আয়োজনে পাংঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম মোঃ মিজানুর রহমান (মামুন) মুন্সী’র স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০সেপ্টেম্বর) বাদ আছর উপজেলার নতুন বাজারের আল্ মামুন সুপার মার্কেট চত্বরে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী মহিবুল্লাহ, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি তারিকুল ইসলাম তারেক খানসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা, কর্মি বৃন্দ।
এ স্মরণসভায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মাওলানা মো: মতিউর রহমান।