দুমকীতে সাবেক ডিসি, দান বীর আজিজ আহমেদের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত।।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মুরাদীয়া ইউনিয়নের বহু স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী। আলহাজ্ব আজিজ উদ্দিন আহমেদের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে শোক সভার আয়োজন করা হয়।সভায় সভাপতির বক্তব্যে রাখেন দুমকি উপজেলা বিএনপির নেতা, মো: জসিম উদদিন হাওলাদার, বক্তব্য রাখেন, .মোঃ জসিম উদ্দিন হাওলাদার সাবেক অভিভাবক সদস্য আজিজ আহমেদ ডিগ্রী কলেজ
.ইঞ্জিনিয়ার মোঃ আশিকুর রহমান -বিদ্যুৎসাহী সদস্য, আজিজ আহমেদ ডিগ্রী কলেজ
মোঃ ফাহাদ আহমেদ -সাবেক বিদ্যুৎসাহি সদস্য -উত্তর মুরাদিয়া ফাজিল মাদ্রাসা
.মোঃ তৌকির আহমেদ -সাবেক সভাপতি -বশির উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় আজ ১০ টায় আজিজ আহমেদ কলেজ অডিটোরিয়ামে, বক্তারা জানান,সাবেক ডিসি মরহুম আজিজ উদদীন আহমেদ দানবির, যে সকল প্রতিষ্ঠান করেছেন তার মধ্যে হল আজিজ আহমেদ ডিগ্রী কলেজ সাবেরা আজিজ মাধ্যমিক বিদ্যালয় জয়গুননিসা মাধ্যমিক বিদ্যালয় বশিরিয়া মাদ্রাসা বশিরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান করেছেন সে ব্যক্তি তারপর তার সকল জমি বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেছেন, তার জন্য স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশে এরকমের দানশীল ব্যক্তি বিরল বলে বক্তারা জানান।
মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।।#
Subscribe to get the latest posts sent to your email.