1. salmankoeas@gmail.com : admin :
দুমকী উপজেলায়, সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে ভ্যান চালকের মানবেতর জীবন-যাপন।। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে ৫ ডাকাতসহ গ্রেপ্তার ৭, অস্ত্র-টাকা ও স্বর্ণালংকার উদ্ধার ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের চূড়ান্ত দামামাঃ পারমাণবিক সংঘাতের শঙ্কায় পুরো বিশ্ব ! মাধবপুরে গাঁজা সহ দুই পাচারকারী গ্রেপ্তার তেলমাছড়া পাহাড়ে ৩ বাচ্চাসহ ঘুরছে ভালুক, বনে সতর্কতা জারি! মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার -২, বিএনপির আনন্দ মিছিল। সৃষ্টির মাঝে তুমিই মহান-অদৃশ্যে বিদ্যমান নীলফামারীতে জাতীয় আইন শহয়তা দিবস পালিত ভারতে মুসলমানদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ও ইউ/পি চেয়ারম্যান আতিক গ্রে ফ তা র আইজিপি ব্যাজ পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার

দুমকী উপজেলায়, সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে ভ্যান চালকের মানবেতর জীবন-যাপন।।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৬ Time View

দুমকী উপজেলায়, সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে ভ্যান চালকের মানবেতর জীবন-যাপন।।

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :

সড়ক দুর্ঘটনায় বাম পায়ে গুরুতর আহত হয়ে দীর্ঘ মেয়াদী চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়েছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ভ্যান চালক আলমগীর শরীফ (৫২)। তার পক্ষে এখন আর চিকিৎসা খরচ যোগানো সম্ভব নয়। এছাড়াও তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

সড়ক দুর্যটনায় গুরুতর আহত পঙ্গু আলমগীর হোসেন শরীফ উপজেলার লেবুখালী ইউনিয়নের ৬নং ওয়র্ডের পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা।

সোমবার (১৭মার্চ) সরেজমিনে গিয়ে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলমগীর শরীফ গত বছরের ২০ জানুয়ারি উপজেলার বানা ব্রীজের পূর্ব পার্শ্বে লেবুখালী- বাউফল মহাসড়কে পেছন থেকে একটি অটোগাড়ি তার ভ্যানকে ধাক্কা দিলে সামনে থাকা অপর একটি টমটমের সাথে সংঘর্ষ

হয়। এতে তার বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে ২২ টুকরা হয়ে যায়। দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। ওই সময় তার বাম পায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিপুল অর্থ বায় হয় তার। তবুও তিনি পরিপূর্ণ সুস্থ্য না হলে শেষ সহায় সম্বলটুকু বিক্রি করে নিংস্ব হয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন অতিদ্রুত তার পায়ের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

পঙ্গু আলমগীর হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন, ভাঙ্গা পা নিয়ে সবসময় শুয়ে বসে থাকতে হয়। কি খাব আর কি দিয়ে পায়ের চিকিৎসা করাবো তা বুঝতে পারছি না। সমাজের বিত্তবানসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। আমার মোবাইল নাম্বার- ০১৭৯৪৪০৫০৪৪ (নগন একাউন্ট) এবং ০১০০৪০৮০৮১ (বিকাশ একাউন্ট) এ সাহায্য পাঠাবার অনুরোধ করছি।

পূর্ব কার্তিকপাশা গ্রামের লতিফ ও মোহসিন সহ অন্যান্য প্রতিবেশিরা জানান, ভ্যান চালিয়ে আলমগীরের ৬ সদস্যের পরিবার ভালোই চলতো। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আলমগীরের জীবন এলোমেলো হয়ে গেছে। আমরা আমাদের সাধ্যমত সহযোগীতা করেছি। সমাজের বিত্তবানগন তার পাশে দাঁড়ালে পরিবারটা বেঁচে যেতো।

এব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এ প্রতিনিধিকে বলেন, তিনি আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com