দেওয়ানগঞ্জে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন
মোঃ সাগর আলী জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ইউপি সদস্য ও তাঁদের কর্মী–সমথর্কেরা এ মানববন্ধন করেন। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেননি। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণকে সেবা দেন। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, মানুষ সেবা পাবেন না। তাই যত দিন মেয়াদ আছে, তত দিন তাঁদের কাজ করতে দিতে হবে।
মুক্তা মিয়া বলেন, ‘আমরা মেম্বাররা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা জনগণের সেবক, সেবা দিতে চাই। আমরা জনগণের কাজ করে বাড়িতে পৌঁছে দিই। যদি ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হয়, তাহলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।