দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সাগর আলী জেলা প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সাথে জামালপুর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলায়তনে হল রুমে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।
এ সভায় সভাপতিত্বে করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জামালপুর ইফতেখার চৌধুরী, দেওয়ানগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) সুমন কান্তি চৌধুরী , দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প অফিসার তানভীর হাসান, ও সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।