দেওয়ানগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত
মো, সাগর আলী জেলা প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা আয়োজনে হলরুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে
এ সময় বক্তব্য রাখেন, সেনাবাহিনী ক্যাপ্টেন তানভীর হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম, সাংবাদিক সাগর প্রমূখ।
এ সময় উপস্থিত পুলিশ সদস্য, গ্রামপুলিশ সদস্য ও আনসার সদস্যদের উদ্দেশে শারদীয় দুর্গাপূজায় নিষ্ঠার সাথে সুষ্ঠু এবং সুন্দরভাবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।