মোঃ সাগর আলী জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জে পৌরসভার ০৯নং ওয়ার্ডের চরভবসুর নয়া পাড়া এলাকায় পুকুর থেকে ভাসমান অবস্থায় সেলিম মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে পৌরসভার ০৯নং চরভবসুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মৃত সেলিম মিয়া। স্থানীয়রা বলেন, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন সেলিম মিয়া। সকালে ঘরে সেলিম মিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার স্বজনরা।
আরওপড়ুন …
পরে সকাল ৯টার দিকে পুকুরে সেলিম মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ,বিপ্লব কুমার বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর কারণ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।