দেওয়ানগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মঞ্জু হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল মামুনের সঞ্চালনায় এতে ভারচুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সফল সংসদ সদস্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল সাহা,পৌর বিএনপির আহ্বায়ক মোঃ মনজুরুল হক মঞ্জু, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, কৃষক দলের সভাপতি জাকিউল ইসলাম, ছাত্রদলের সভাপতি জাহিদ বিন আনোয়ার সহ আরও অনেকে। বর্ণাঢ্য র্যালিটিতে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডসমূহের নেতাকর্মীরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না।
Subscribe to get the latest posts sent to your email.