দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।
মোঃ সাগর আলী
জেলা প্রতিনিধি
জামালপুরে দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১ অক্টোবর) সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।সভায় দূর্গা পূজা উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলার ২৩ টি দূর্গা মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের পূজা উদযাপনে সরকারি নিদের্শনা তুলে ধরেন। যাতে প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যন্ত শান্তিপূর্ন ভাবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনী ক্যাপ্টেন তানভীর আহমেদ, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি, নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাজাহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, মোক্তার হোসেন,ও সাংবাদিক বৃন্দ আরো অনেকেই।