মোঃ সাগর আলী জেলা প্রতিনিধি:
জামালপুর সরিষাবাড়িতে বিপুল পরিমাণ চোলাই মদসহ চারজনকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ি থানা পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় পৌরসভার ২নং ওয়ার্ডের আরামনগর বাজারের সুইপার কোলনীতে অভিযান চালায়। এ সময় পুলিশ তারা রানী বাসফোর (৪৫), স্বপন বাসফোর (৪০), লাল পরী বাসফোর (৩৫) ও রানী বাসফোর (৫৭) কে আটক করে।
পুলিশ অভিযানের সময় দেশীয় তৈরি ১০০ লিটার চোলাই মদ ও ৩শ লিটার জাওয়া (ওয়াশ) উদ্ধার করে। যার মূল্য ৯৫ হাজার টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন বাসফোর (৪৫) ও খোকন বাসফোর (৩০) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/২৪(খ)/৩৭/৪১ ধারায় সরিষাবাড়ী থানার মামলা (মামলা নং-১৫) করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।