দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের শুভ উদ্বোধন
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের ২০২৫সালের রবি মৌসুমের সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকালে নীলফামারীর ডিমলা ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার টি ওয়ান টি ক্যানেলের জলকপাট উত্তোলনের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর সার্কেল -২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা বাবু অমলেশ চন্দ্র রায়, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া এর উপবিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদীন, সহকারী প্রকৌশলী মোঃ সোহেল রানা, ও যান্ত্রিক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন আক্তার, ডালিয়া পাউর কর্মকর্তা ফিরোজ কবির,আব্দুল আলিম, আপেল, নুর আলম, প্রমুখ।
রংপুর বাপাউবো উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ অমলেশ চন্দ্র রায় জানান, এবারে সেচ সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার হেক্টর জমিতে। যা গত মৌসুমের চেয়ে ১০ হাজার হেক্টর জমি বেশি। এর মধ্যে নীলফামারীর ডিমলা, জলঢাকা,কিশোরগঞ্জ,সৈয়দপুর, নীলফামারী সদর মিলে ৩৫ হাজার হেক্টর জমি, রংপুর ১২ হাজার হেক্টর জমি, দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর উপজেলায় ৮ হাজার হেক্টর জমি। তবে আমাদের কিছু ক্যানেলের কাজ চলমান রয়েছে সেগুলো পুুনর্বাসন করা হলে আশা করি আমরা লক্ষ্যমাত্রা ছড়িয়ে আরও বেশি জমিতে সেচ সুবিধা দিতে পারব।
Subscribe to get the latest posts sent to your email.