মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ
“দৈনিক বিজয়” পত্রিকার সাংবাদিক মোঃ মুশফিকুর রহমান (মিশন) পেশাগত দায়িত্ব পালনে অর্থাৎ স্বনাতন ধর্মালম্বীদের দূর্গা প্রতিমা বিসর্জনের ছবি ও সংবাদ সংগ্রহের জন্য গেলে সেখানকার স্থানীয় কয়েকজন যুবক তাকে প্রাননাশের হুমকি ধামকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৪ অক্টোবর ২০২৩ ইং মঙ্গলবার আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় ঈশ্বরদী মৌবাড়িয়ার দূর্গা মন্দিরের সামনের পুকুরে দূর্গা প্রতিমা বিসর্জ্জন দেওয়ার ছবি ও সংবাদ সংগ্রহের জন্য গেলে এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক মুশফিকুর রহমান (মিশন) প্রাননাশের হুমকি ধামকি শুনে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক মুশফিকুর রহমান মিশন (৩৯) তার পিতা মোঃ মোফাজ্জল হোসেন সাং ফতেমোহাম্মদপুর পূর্ব নুর মহল্ল থানা ঈশ্বরদী, জেলা পাবনা।
প্রতিদিনের ন্যায় সন্ধ্যা ৬টা ১০ মিনিট এর সময় নিজ এলাকার পাশের এলাকা মৌবাড়িয়ায় যায় ছবি ও সংবাদ সংগ্রহের জন্য। সেখানে কিছু স্থানীয় কয়েকজন বখাটে ছেলে তার সাথে গায়ে পড়ে ঝগড়া বিবাদ করার চেষ্টা করেন তখন বাদী সাংবাদিক পরিচয় দিলে তাকে সমান ভাবে গায়ে হাত যেমনঃ কিল, ঘুষি সহ অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং প্রাননাশের হুমকি ধামকি প্রদর্শন করেন বিবাদী শ্রী অপু দেব ছন্দনাম সিনএনজি অপু (৩৫) সহ তার সাথে থাকা অজ্ঞাতনামা ২/ ৩ জন।
পরে বাদী মোঃ মুশফিকুর রহমান (মিশন) আবারও তাদের বোঝাতে গেলে সিএনজি অপু সহ তার সাথে থাকা সাঙ্গপাঙ্গ ২/৩ জন মিলে শার্টের কলার ধরে টেনে মাটিতে ফেলে দেয় এবং মাটিতে ফেলে দেওয়ার আগে শার্টের বুক পকেটে থাকা নগদ ৫,৩০০/- ( পাঁচ হাজার তিনশত টাকা) জোরজবরদস্তী করে ছিনিয়ে নেই বিবাদী অর্থাৎ সিএনজি অপু। তখন বাদীর আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে ঘটনাস্থল থেকে বিবাদীর সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।
এই বিষয়ে স্থানীয় লোকজন স্বচক্ষে বিষয়টি দেখেছেন এবং বিবাদীদের বিরুদ্ধে স্বাক্ষী দিতে উদ্যত হয়েছেন। স্বাক্ষীগন হলো ১. শফিকুল ইসলাম হপু (৩৩) পিতা মৃত আয়েজ উদ্দিন। ২. মোঃ মুরাদ (৩২) পিতা মোঃ কাওসার উভয়ের বাড়িই বিবাদীর বাড়ির আশপাশে। এই বিষয়ে দুঃখ প্রকাশ করে বাদী মোঃ মুশফিকুর রহমান মিশন বলেন, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি, সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছি।
তাছাড়া আমি আমার ৩৯ বৎসর জীবনে দেশের বেশ কয়েকটি জাতীয় পত্রিকা সহ অনলাইন পত্রিকায় সুনামের সহিত কাজ করে আসছি (জাতীয় দৈনিক বিজয়) সাপ্তাহিক সমকোণ, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক ভোরের সময়, দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ, তৃণমূলবাণী ২৪ ডটকম সহ নিজেই একটি পত্রিকার (ঢাকার টাইম) সম্পাদক হিসেবে কাজ করছি ।
এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার পাবনা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক উন্নয়ন অব সোসাইটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সোসাইটির সদস্য হিসেবে আছি।
সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার চেষ্টা করি কিন্তু আজকের এই আমার সঙ্গে এটা ঘটবে আমি তা কখনো কল্পনা করতে পারি নাই। আমি আর কি বলবো আমার কিছু বলার নাই। আমি এই প্রাননাশের হুমকি ধামকির বিষয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অপরাধীদের চরম শাস্তি দাবি জানাচ্ছি।
আরও পড়ুন …