মোঃ মেহেদী হাসান মুন্না
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার ৮নং খেলনা ইউনিয়নের পূজামন্ডব পরিদর্শন ও পূজামন্ডব কমিটির মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যে ৭টা হতে রাত্রি ৯.০০টা পর্যন্ত খেলনা ইউনিয়নের ৬টি পূজামন্ডবে প্রায় এক শতাধিক কর্মীনিয়ে পরিদর্শন করেন ৮নং খেলনা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আব্দুস সালাম।
তার নিজস্ব তহবিল থেকে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
তাদের এ বৃহৎ উৎসবের আমেজ উপভোগ ও ভাগাভাগি করতে এক শতাধিক কর্মীনিয়ে পূজা মন্ডপ পরিদর্শন সময়ে তার সফর সঙ্গী ও আগত নানা পেশাজীবী মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময়ে উপস্থিত জনতাদের সাথে আলাপকালে তিনি বলেন, এ দেশ সব ধর্মের মানুষ স্বাধীন করেছেন। মহান মুক্তিযুদ্ধে সবাই এক সাথে যুদ্ধ করে স্বাধীন এ ভূখণ্ড অর্জন করেছে।
এ বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে তাঁতে বাধা নেই।
জনগণের আস্থা বিশ্বাস দেশ উন্নয়নের রূপকার জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার সু-নিশ্চিত করেছেন।
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।