কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
শষ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অদর্শ বীজ তলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকেরা। অল্প খরচে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আদর্শ্ বীজতলার দিকে ঝুঁকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।
এবিষয়ে উপজেলার সাহেবগঞ্জ, মধুগুড়নই,গুড়নই, নবাবেরতাম্বু,জয়নথপুর ও কাসুন্দা এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার অধিদপ্তরের পরামর্শ নিয়ে তারা আদর্শ বীজ তলা রোপন করছেন। যেন অল্প খরচে ভালো মানের চারা তৈরি হয় এবং বীজতলায় চারাও কম লাগে। বীজতলা ভালো হলেই চারা ভালো হবে। আর চারা ভালো হলেই ধানের ফলন ভালো হবে বলেও জানান তারা।
আরও পড়ুন ….
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাপস কুমার রায় জানান,আবহাওয়া ভালো থাকলে এবারও আশা করা যাচ্ছে ফলন লক্ষ্যমাত্রারও দুইগুন বেশি হবে। এ ছাড়াও ভালো ফলনের জন্য কৃষকদের প্রতিনিয়ত পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অনেক কৃষক ভালো বীজ নেয়ার জন্য অফিসে আসে তাদেরকে অনেক ভালো মানের বীজ দেয়া হয় সম্পূর্ণ বিলা মূল্যে।
প্রতিবেদনঃ-কামাল উদ্দিন টগর। ক্যামেরায়ঃ- আসিফ হাসান।