নওগাঁর আত্রাই পতিসর কবিগুরু রবি ঠাকুরের কুঠিবাড়ি
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার :
নওগাঁর আত্রাই প্রতিসর কবিগুরু রবি ঠাকুরের কুঠিবাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ।
এখানে দর্শনার্থীদের জন্য একটি সুন্দর বিনোদনমূলক জায়গা পতিসরে কবিগুরু রবি ঠাকুরের কুঠিবাড়ি সহ বিভিন্ন দর্শনার্থী স্থান রয়েছে যেমন, কুঠিবাড়ি জাদুঘর, বিনোদনমূলক পার্ক ,নাগর নদীর স্মৃতি, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, স্কুল কলেজ, পাঠাগার সংস্কৃতি চিত্র, সহ বিভিন্ন বিনোদনমূলক জায়গা দেখার মত অনেক কিছু রয়েছে ।
এই কুঠিবাড়িতে প্রতিদিন হাজারো দর্শক এই কুঠিবাড়িতে ভিড় জমাচ্ছে শুধু এক নজর স্মৃতি ময় জায়গা কবিগুরু রবি ঠাকুরের কুঠিবাড়ি দেখার জন্য, হাজারো দর্শক ভিড় জমাচ্ছে ।নওগাঁর আত্রাই পতিসর কবিগুরু রবি ঠাকুরের কুঠি বাড়িতে ।