তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ শাখার বিদায়ী ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ছামছুল আলমকে সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সেলিম রেজাকে বরণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত রোববার রাতে নন্দীগ্রাম পৌর শহরের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অগ্রণী ব্যাংক পিএলসি শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
আরওপড়ুন …
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুল করিম, জাকওয়ান এন্টারপ্রাইজের সত্ত¡াধিকারী আলহাজ¦ ইউনুস আলী। উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ক্লিনিকের পরিচালক আল মাসুদ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, ব্যবসায়ী আরব আলী প্রমুখ। উল্লেখ্য, ২০২১ সালের ১৭ ফেব্রæয়ারি অগ্রণী ব্যাংক পিএলসি নন্দীগ্রাম শাখায় যোগদান করেন ছামছুল আলম।