নন্দীগ্রামে কষ্টিপাথর সদৃশ বিষ্ণুমূর্তি উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার সময় পুকুরের তলদেশ থেকে উঠে এসেছে কষ্টিপাথর সদৃশ বিষ্ণুমূর্তি। তবে একটি হাত এবং নিচের অংশ বাদে মাথাসহ অর্ধেক পাওয়া গেছে। মুর্তির অংশ ভেঙে কেউ হয়তোবা বিক্রি করেছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন চেঁচুয়াপাড়া এলাকার পুকুরপাড় থেকে ৭ কেজি ৬০০ গ্রাম ওজনের মুর্তি উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় কাউকে অভিযুক্ত বা আটক করা হয়নি।
থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, সকালে জাল দিয়ে মাছ ধরার সময় পুকুর থেকে একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উঠে আসে। কষ্টিপাথরের কিনা নিশ্চিত বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
জানা গেছে, বর্ষন গ্রামের আব্দুস সামাদ চেঁচুয়াপাড়া এলাকার পুকুরটি আলী হাসানকে পত্তন দিয়েছেন। সেখানে মাছ চাষ করা হয়। পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় জেলেরা পানির নিচে থাকা মূর্তির অংশ পায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভিড় করেন।
এর আগে গত ২৯ জানুয়ারি উপজেলার বিশা গ্রামের দুধার-পাড় পুকুর এলাকা থেকে ২০ কেজি ২০০ গ্রাম ওজনের ১টি বিষ্ণুমূর্তি এবং ৪ ফেব্রয়ারি ভাটগ্রাম মধ্যপাড়া এলাকায় বড় আকারের একটি সূর্যমূর্তি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব বস্তু দুটি আদালতের আদেশে মহাস্থান জাদুঘরে হস্তান্তর করা হয়।