তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে তৌহিদা খাতুন (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাটরা ইউনিয়নের বিলশা গ্রামের সাইকেল মেকার তোফাজ্জল হোসেনের কন্যা।
শুক্রবার নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কিশোরীর বাবা তোফাজ্জল হোসেন দাবি করেন, তার কন্যা জেদি এবং রাগী ছিল। ছোট বোন তামান্না মাঝেমধ্যেই প্রতিবেশী শিশুদের সঙ্গে ঝগড়া করতো। এনিয়ে প্রতিবেশী শিশুর অভিভাবকরা ছোট বোনের ব্যাপারে বড়বোন তৌহিদাকে অভিযোগ দিতো। ছোট বোনকে ঝগড়া থেকে বিরত করতে না পেরে তৌহিদা বলতো, ‘মা মরে গেছে, আমিও তোকে ছেড়ে চলে যাব, এ কথাগুলো ছোট বোনকে বলে বুঝানোর চেষ্টা করতো।
গত বুধবার দিবাগত রাতে হঠাতই দুই বোনের ঝগড়া হয়। তৌহিদা পরিবারের সবার অজান্তে ঘরের বারান্দার তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে দাবি করেছে পরিবার।
আরও পড়ুন …
Subscribe to get the latest posts sent to your email.