1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে কৃষি সহায়তার নামে টাকা নেয়ার অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার দিনাজপুরে ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার মাদকদ্রব্য ধ্বংস আরগন ফার্মাসিউটিক্যালস এ-র বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্র নির্ধারণী সভা-২০২৫ অনুষ্ঠিত। মাধবপুরে সেনা অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক ডিমলায় গাছ থেকে পরে শ্রমিকের মর্মা.ন্তিক মৃ.ত্যু। ভ্রমণ, বিনোদনের স্থান, দৃষ্টিনন্দন পটুয়াখালী ভার্সিটি, ক্যাম্পাস।। গাজিপুরের কোনাবাড়ীতে ‘যমুনা’ উপজেলা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় ৫৮ জনের নামে মামলা

নন্দীগ্রামে কৃষি সহায়তার নামে টাকা নেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View

তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বিনামূল্যে কৃষি সহায়তার সার-বীজ দেয়ার নামে কৃষকদের কাছ থেকে অর্থ আদায় এবং অনিয়মের অভিযোগ করা হয়েছে। কৃষি উপকরণ দেয়ার কথা বলে প্রত্যেক কৃষকের কাছ থেকে নগদ একহাজার টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে উল্লেখ করে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন সদর ইউনিয়নের হাঁটুয়া গ্রামের নিখিল চন্দ্রের পুত্র লিখন চন্দ্র সূত্রধর। এদিকে অনিয়মের ব্যাপারে তদন্ত ও পদক্ষেপ না নিয়ে গতকাল সোমবার বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কৃষি সহায়তা কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ দেয়ার কথা বলে হাঁটুয়া গ্রামের দশজন কৃষকের কাছ থেকে একহাজার টাকা করে ১০হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ডেরাহার গ্রামের সাবেক নারী ইউপি সদস্য লিলি খাতুন। ইতিপূর্বে তিনি কৃষি সহায়তা দেয়ার জন্য জনপ্রতি ২০০টাকা করে নিতো। এবছর জনপ্রতি একহাজার করে দাবি করেন। টাকা না দিলে কৃষি উপকরণ পাওয়া যাবে না বলে জানায়। নিরুপায় হয়ে দশজন কৃষক হাঁটুয়া গ্রামের নিমাই চন্দ্রের মাধ্যমে ১০হাজার টাকা নারী ইউপি সদস্যের নিকট প্রদান করে। অভিযোগকারী উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান করে আসছেন। সরকারি সার-বীজ দেয়ার কথা বলে কিছু অসাধু ব্যক্তি হাজারো কৃষকদের সঙ্গে প্রতারণা করছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
কৃষি সহায়তার নামে অর্থ আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাবেক নারী ইউপি সদস্য লিলি খাতুন বলেন, দুইমাস ধরে নন্দীগ্রাম শহরেই যাইনি। আমি কি কৃষি কর্মকর্তা? সহায়তার নামে কারো কাছ থেকে অর্থ গ্রহণ করিনি। তারা অন্য কাউকে টাকা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তবে এ ব্যাপারে হাঁটুয়া গ্রামের নিমাই চন্দ্রের মন্তব্য পাওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, উপজেলার ৫১৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এটা সরকারি কার্যক্রম, অভিযোগ হলেই কার্যক্রম বন্ধ হয় না। কৃষি সহায়তার নামে অনিয়মের বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। ইউএনওর কাছে অভিযোগ হয়েছে, তিনিই তদন্ত করে ব্যবস্থা নেবেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগের পর তদন্ত করা হচ্ছে। সরকারি কৃষি প্রণোদনা দেয়ার কথা বলে অর্থ নেয়ার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com