তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৌর শহরের উপজেলা পরিষদ রোডে সংস্থার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যসেবা কর্মকর্তা শারমিন আকতার, সহকারী কর্মকর্তা আরশিন খাতুন, মহিলা সংস্থার ছাবিনা খাতুন, সদস্য মঞ্জুয়ারা বেগম, শান্তা ইসলাম, রেখা রানী মহন্ত, প্রশিক্ষক শাহানা পারভীন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। নারীর প্রতি সহিংসতা বন্ধে নারীর অধিকার সংশ্লিষ্ট সকল খাতে সমন্বিত বিনিয়োগের আহবান জানিয়েছেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী।