নন্দীগ্রামে জাতীয় যুব দিবসে আলোচনা সভা
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, প্রতিপাদ্যে জাতীয় যুব দিবসে বগুড়ার নন্দীগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষিত ৩০ জন যুবক ও যুব মহিলাদের মাঝে সনদ, ৪ লাখ টাকার যুব ঋণের চেকসহ গাছের চারা বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার রোহান সরকার। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারীক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জলসহ যুব প্রশিক্ষনার্থী, উদ্যোক্তা এবং খামারীরা উপস্থিত ছিলেন।