নন্দীগ্রামে ডাচ সংঘের শীতবস্ত্র বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী ডাচ সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার ঐতিহাসিক শতায়ু আটচালায় ১৫০জন গরিব অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি আবহাওয়া অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুজ্জামান খান চৌধুরী বাদশা। সভাপতিত্ব করেন আখতারুজ্জামান খান মুকুল চৌধুরী। উপস্থিত ছিলেন ভাটরা খান চৌধুরী ডাচ সংঘের সভাপতি ওয়াজিফা বেগম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, লালমাটিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান খান জাহাঙ্গীর চৌধুরী, আবেদুর রহমান খান অ্যাপোলো চৌধুরী, গোলাম কিবরিয়া খান জুয়েল চৌধুরী মাহাবুর রহমান খান চৌধুরী, মিনারুল ইসলাম পল্লব, আকরাম হোসেন তারা প্রমুখ।