নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই বর্ষপূর্তি পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই (নিসচা) ৩১ বর্ষপূর্তিতে শোভাযাত্রা করা হয়েছে। ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার, প্রতিপাদ্যে দিনটি উদযাপন করা হয়।
গতকাল রোববার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে শোভাযাত্রা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি ও উপজেলা যুবদল নেতা জামাল হোসেন। এসময় যুবদল নেতা এমএ হান্নান, নিসচার নাজমুস সাদাত সোহেল, আব্দুল বারী, আনোয়ার হোসেন, হারুন রশীদ, পারভেজ রাব্বী, বিদ্যুৎ হোসেন, মাহমুদুল হাসান, আশিকুর রহমান আশিক, এনামুল হক, আজিজার রহমান, ফরহাদ হোসেন, আবু বক্কর সিদ্দিক, আলামিন হোসেন, খাইরুল হাসান, নবীর শেখ, আব্দুল হালিম উপস্থিত ছিলেন।