তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম এ্যানালাইসিস) সুনন্দা রায় বিপিএম-সেবা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. ওমর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামিরুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া।
শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠীর দিনগত রাতে পুলিশ সুপার হাটকড়ই বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ, নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দির সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, হিন্দুপাড়া বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ ও কলেজপাড়াসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানান এবং পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন ….