নন্দীগ্রামে পৌর বিএনপির গ্রাম
ইউনিটের উন্মুক্ত সমাবেশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে পৌর বিএনপির গ্রাম ইউনিট কমিটি গঠনে উন্মুক্ত সমাবেশ করা হয়েছে। এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় লোকজনও অংশ নেন।
গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ফোকপাল মাদ্রাসা মাঠে ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার।
ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। আরও বক্তব্য দেন সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুবদল নেতা এমএ হান্নান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ-জাতি নিয়ে সংস্কার চিন্তা অনেক আগেই করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যতে আমরা কীভাবে দেশ পরিচালনা করব, তার রূপরেখা দিয়েছেন। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।